আজ রোববার (৩১ মে) থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে খুলেছে বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন।
এতে স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নেয় সরকার। তাই সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আবারো চিরচেনা রূপে ফিরছে সচিবালয়, অফিস ও ব্যাংকপাড়া।
তবে, বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবা মায়েদের অফিসে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, মাস্ক বাধ্যতামূলক করে ১৩টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কর্মীদের জন্য নিশ্চিত করতে বলা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণু নাশক।