আন্তর্জাতিক ডেস্কঃ আজ শুক্রবার ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে সই করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, শুক্রবার রাশিয়ার সঙ্গে নতুন অঞ্চল যুক্ত করা সংক্রান্ত সনদে সই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন থেকে আলাদা হওয়া অঞ্চলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেও বসবেন। এ সময় দীর্ঘ বক্তব্য রাখবেন তিনি।
ইউক্রেনের চারটি অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাওয়ার পর এই ঘোষণা দিল মস্কো। পাঁচ দিনের গণভোটের পর ঘোষিত ফলাফলে দেখা গেছে, লুহানস্কের ৯৮ দশমিক ৪ শতাংশ ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। জাপোরিঝঝিয়ায় ভোট দিয়েছেন ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার। খেরসনে ভোট গ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ। আর স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ওই অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।