প্রদীপ কুমার দেব নাথ, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলার বেলাব উপজেলার বাঙ্গালগাঁও গ্রামে মৃত. আলাউদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লেগে মহুর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় আলাউদ্দিনের বিধবা স্ত্রী জোৎস্না বেগমের স্বপ্ন। অতিকষ্টে তৈরি করা তার স্বপ্ন বাড়িটির এই ঘরে বেলা পৌনে ২টায় আগুন লাগে। এ সময় জোৎস্না বেগম, তার মেয়ে এবং ছেলে কেউই বাড়িতে ছিলনা। পাশের বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি, বালি এসবের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাড়াতাড়ি তারা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়। কিন্তু আগুনের চাপ বেশি থাকায় তারা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে মাত্র কয়েক মিনিটে পুড়ে যায় সবকিছু। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও ততক্ষণে সব শেষ।
জোৎস্না বেগম বলেন ঘরে তার প্রায় তিন ভরি স্বর্ণ, তিন লক্ষাধিক টাকা, ফ্রিজ, ২টি টেলিভিশন, ড্রেসিং টেবিল, কেবিনেট, ২ টি খাট, ডাইনিং টেবিলসহ অন্যান্য আসবাবপত্র, অনেকগুলো কম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। হাউমাউ করে কাঁদতে থাকা জোৎস্না বেগম বলেন, বিদেশে গিয়ে আমার মেয়ে অনেক কষ্টে উপার্জন করা সকল সম্পদ সর্বনাশা আগুন পুড়ে দিল। আমার আর দ্বিতীয় কোন ঘরও নাই। এখন খোলা আকাশের নীচে থাকতে হবে।
অগ্নিকাণ্ডের পর বেলাব থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।