আগামী ৪-১০ জুন দেশে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করা হবে। এ সময়ের মধ্যে ১২-১৬ বছর বয়সী স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ৪-১০ জুন ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এই সময়ে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। সঠিকভাবে কাজটি সম্পাদনে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলার সহকারী শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন