ছাত্র-জনতার আন্দোলনে ১৮ জুলাই বন্ধ হওয়ার ৩৮ দিন পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেল সেবা। এ জন্য নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করার পর মেট্রোরেলের ট্রায়াল চালু হয়েছে। তবে পুরোপুরি চালু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রোরেল।
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) থেকে মেট্রোরেল চালু করা সম্ভব।
প্রকাশিত সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। অপরদিকে এখান থেকে সর্বশেষ ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, আট মিনিট, ১২ মিনিট পর পর ছাড়া হবে মেট্রোরেল।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর থেকে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম