যারা দেশের স্বাধীনতা চায় নি, তারা দেশের উন্নয়নও চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বুধবার (৩ জুলাই) বিকেলে চীনের বেইজিংয়ে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক সংবর্ধনায় এই কথা বলেন তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ করে সরকার প্রধান বলেন- গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকায় তাদের স্বার্থ পূরণ হচ্ছে না।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে গিয়ে এখন চীনের রাজধানী বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে দ্বিপক্ষীয় বৈঠকসহ বেশ কিছু চুক্তি সইয়ের এই সফরে আশা করা হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়েও ফলপ্রদ আশা মিলবে চীনের তরফ থেকে।
চীন সফরের তৃতীয় দিন স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। লিজেন্ডেল হোটেলে আয়োজিত ঐ অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ সবার সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দেশ পরিচালনা করছে বলেই বাংলাদেশে এখন বিদেশী বিনিয়োগ বেড়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিকভাবে সকলের সাথে বন্ধুত্ব এই নীতি অনুসরণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে এখন কারো বৈরি সম্পর্ক নেই। আর একারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ আসছে।’
বিএনপি ক্ষমতায় থাকা কালীন দেশের সম্পদ লুটের কারণে দেশ পিছিয়ে পড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারায় সুবিধা করতে পারছে না তারা।
তিনি বলেন, ‘যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তারা ক্ষমতাই থাকলে দেশের উন্নতি হয়। যারা দেশের স্বাধীনতা চায় নি তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না।’
এর আগে, বুধবার স্থানীয় সময় বেলা ১১টার পরে দালিয়ান থেকে বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক ও দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।