আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ আবাবো ক্ষমতায় বসতে যাচ্ছে। লন্ডনভিত্তিক ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে’র (ইআইইউ) কান্ট্রি ব্রিফিংয়ে এসব কথা বলা হয়েছে। ইকোনমিস্ট গ্রুপের বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে আগামী ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত (পাঁচ বছর) দেশের পরিস্থিতি কেমন হতে পারে তার একটি বিবরণ প্রকাশ করেছে ইকোনমিস্ট গ্রুপ। তাদের এই প্রতিবেদনে দেখা যায় ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৭ দশকি ৭ শতাংশ হবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মধ্যে থাকবে এবং জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কথা বলার সাথে সাথে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময় এবং আসন্ন সরকারের সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়বে জানায় তারা। । এছাড়া নির্বাচনীয় প্রচারণায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৪৬ সাল থেকে লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের এই গবেষণা ও বিশ্লেষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইআইইউ নাসে গত ৭২ বছর প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী বিভিন্ন দেশ, সংস্থা ও বিষয়-ভিত্তিক গবেষণা পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ করছে।