আইসিসি মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশ দিয়েছে। অস্ট্রেলিয়ান আধিক্যের একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান বাঁহাতি অলরাউন্ডার ও টি-টুয়েন্টি অধিনায়ক চামারি আতাপাত্তুকে।
২০২৩ সালে বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ওই ১১ জনের পাঁচজন অস্ট্রেলিয়ার। বাকি ছয়জন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের। অস্ট্রেলিয়ার পাঁচজন হলেন-ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি (উইকেটকিপার), অ্যাশ গার্ডনার এবং অ্যানাবেল সাউদারল্যান্ড।
বাংলাদেশের নাহিদা আক্তারসহ বাকিরা হলেন-শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও লিয়াও তাহুহু, ইংল্যান্ডের ন্যাটসিভার ব্রান্ট এবং সাউথ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক।
আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড় বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদার গতবছর দুর্দান্ত কেটেছে। ২০২৩ সালে ওয়ানডেতে তিনি ২০ উইকেট শিকার করেছেন, যা ওয়ানডেতে গতবছর মেয়েদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
২৩ বর্ষী নাহিদার ম্যাজিকে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফর্ম ধরে রেখে নভেম্বরে ওয়ানডে সিরিজও জেতে নিগার সুলতানা জ্যোতির দল। ওই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
সিরিজে প্রথম ওয়ানডেতে পাকিস্তান জেতার পর দ্বিতীয় ওয়ানডে টাই হয়। সুপার ওভারে দায়িত্ব পড়ে নাহিদার কাঁধে। মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন নাহিদা এবং বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম