স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে গুরুত্বপূর্ণ পদে বসালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে আইসিসি। গেলো শুক্রবার (২২ এপ্রিল) ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করেন আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস। তার কাছ থেকে দায়িত্ব নিয়ে আগামী মে মাস থেকে দায়িত্ব শুরু করবেন ওয়াসিম খান।
আইসিসি’র মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়ে প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াসিম খান বলেন, আইসিসিতে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। দায়িত্ব শুরু করতে আর অপেক্ষা করতে পারছেন না । ক্রিকেটকে শক্তিশালী করতে অন্য সদস্যদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
ওয়াসিম খান আরও বলেন, নারী ক্রিকেটের উন্নতিতে কাজ করবেন তিনি যাতে করে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও বেশি মনযোগী হয়। গত এক দশকে কি হয়েছে সেটি থেকেও বেশি কিছু করার চেষ্টা করবেন সামনের দিনগুলোতে।
জিওফ অ্যালার্ডিস ওয়াসিম খানকে আইসিসিতে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা আইসিসির গ্রোথ স্ট্র্যাটেজি ও নতুন ইভেন্ট সাইকেলকে বাস্তবায়ন করতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ওয়াসিম ২০১৯ সালে পিসিবি’র সিইও হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন। তবে ২০২১ সালে তার চাকরীর মেয়াদ শেষ হবার চার মাস আগে গত সেপ্টেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।