এবারের আইপিএল-এর আসন্ন আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এরই মধ্যে সৌদি আরবের শহর জেদ্দায় হতে যাওয়া নিলামে উঠেছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। যাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার। এবারের চূড়ান্ত তালিকায় ১২ বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি । ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
নিয়মিত নিলামের বিপরীতে প্রতি ৩ বছর পরপর বসে আইপিএলের এই মেগা নিলাম। একদিনের পরিবর্তে দুই দিন চলে ক্রিকেটারদের কেনার কার্যক্রম। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দশটি ফ্র্যাঞ্চাইজি আগামী তিন বছরের (২০২৫-২০২৭ সাল) জন্য স্কোয়াড তৈরি করবে। মেগা নিলামের আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারিত সময়ের মধ্যে তালিকা তালিকা জমা দিয়েছে। আসরের ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে।
এবারের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন রাখা যাবে। কোনো দল যদি নিলামের আগে পাঁচজনের কম ক্রিকেটার ধরে রাখে, তবে রাইট-টু-ম্যাচ (আরটিএম) পদ্ধতিতে বাকি ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে।
আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি