আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (২২ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানান।
আহমাদি বলেন, নিহতরা ওয়াজির আকবর খান মসজিদ ও কাজ ইনিস্টিটিউটে হামলাকারী। তিনি বলেন, অভিযানে তালেবান নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইএসের গোপন আস্তানায় রাতভর অভিযান তাদের হত্যা করা হয়। তালেবানের দাবি, নিহতরা সম্প্রতি একটি মসজিদে এবং নারী শিক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে।
এদিকে অভিযানে তালেবানের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখল করে তালেবান। জাতিসংঘ বলেছে, তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।