স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছে অ্যালিসা হিলির দুর্দান্ত ব্যাটিং। ১৭০ রানের রেকর্ডময় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে এই জয় এনে দেন হিলি। দুই বিভাগের দাপটে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সপ্তম শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার মেয়েরা।
আজ রোববার ৩ এপ্রিল নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দলকে ৭১ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। দলের পক্ষে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ১৭০ রানের রেকর্ডখচিত ইনিংস খেলেন অ্যালিসা হিলি।
ব্যাট হাতে দলের পক্ষে একই লড়াই করেন ন্যাট স্কাইভার। ইংলিশ এ নারী ব্যাটারের ব্যাট থেকে আসে অপরাজিত ১৪৮ রান। ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশদের উপর আধিপত্য বিস্তার করে খেলা শুরু করেন অ্যালিসা হিলি এবং র্যাচেল হায়েন্স। দুইজন মিলে গড়েন ১৬০ রানের উদ্বোধনী জুটি।
নারী বিশ্বকাপের ইতিহাসে হিলি একমাত্র ব্যাটার, যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ১০৭ বলে ১৭টি চার ও ১ ছক্কায় ১২৯ রান করেছিলেন তিনি।
ফাইনালে ১৭০ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন অ্যালিসা হিলি। আর পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ৫০৯ রানে করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও তিনি। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হিলিই হয়েছেন বিশ্বকাপের ফাইনালের সেরা এবং টুর্নামেন্টের সেরা তারকা।