শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। ফের বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেইন্ট জর্জ পার্কে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ১১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে তারা। মাত্র ১ রানে শামিমা সুলতানা ও ৭রান করে সাজঘরে ফিরেন মুর্শিদা খাতুন। তবে উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সবশেষ জ্যোতির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন নিগার সুলতানা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ওয়েরহ্যাম। ২টি উইকেট পান ডারসি ব্রাউন। আর একটি করে উইকেট নেন মেগান ও গার্ডনার। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন হিলি ও ল্যানিং।
হিলি ৩৭ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং। অজি অধিনায়ক ৪৯ বলে ৪৮ রান করেন। ১৯ রানে অপরাজিত থাকেন অ্যাশলেই গার্ডনার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। নিজেদের পরের ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।