তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা প্রশাসনের অভিযানে দখলদারদের কবল থেকে বনবিভাগের প্রায় ৩৫ একর ভুমি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহ্সান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ,আনসার ব্যাটালিয়ন ও বন বিভাগের নিরাপত্তা বাহিনী। আরো সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর রহমান অভিযান পরিচালনা করেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহ্সান জানান,সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন ব্যক্তি কর্তৃক ঘরবাড়ি নির্মানসহ অবৈধ দখলে থাকা বন বিভাগের পাহাড় ও টিলা শ্রেণির প্রায় ৩৬.৩৪ একর ভূমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয় এবং বন বিভাগ’কে দখল বুঝিয়ে দেয়া হয়। অবৈধ দখলদার প্রায় সকলেরই অন্যত্র তাদের নিজস্ব ভূমি ও দালান রয়েছে বলে তারা জানান। তারা নিজ নিজ স্থানে ফিরে যান।