অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করেন।
কর্ণেল শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সে সময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গার মধ্যে ১ জন নারী ও দুই জন পুরুষকে আটক করা হয়। এছাড়া দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
উক্ত ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২১ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি