অবশেষে লুকোচুরি খেলা শেষে সব জল্পনায় জল ঢেলে প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সাম্প্রতিক সময়ে তার সুস্থতা ও শারীরিক অবস্থা সম্পর্কে জল্পনার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই খবর প্রকাশ করেছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, কিম জং উনকে শুক্রবার একটি সার কারখানার উদ্বোধন করতে দেখা গেছে। হাস্যোজ্জ্বল উত্তর কোরিয়ান শীর্ষ নেতার উপস্থিতি কারখানার সবাইকে উল্লাসে ভাসিয়েছে।
গত ১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির এক বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে কিম জং উন আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে বিশ্বজুড়ে জল্পনা চলছিলই।
কেসিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, বোন কিম ইয়ো জংসহ উত্তর কোরিয়ার বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত ওই কারখানায় যান কিম। তাকে দেখে উল্লাসে ফেটে পড়ে স্থানীয় লোকজন।