বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (প্রথম বুড়িগঙ্গা সেতু) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামতের পর সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ। এটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে দ্রুত যাওয়ার পথে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ সেতুতে আঘাত হানে।
এতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার রাত ৮টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার সওজ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।