আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ১২ বছর ধরে চলা নেতানিয়াহু যুগের অবশেষে অবসান হলো। দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি ৪৯ বছর বয়সী নাফতালি বেনেট। খবর জেরুজালেম পোস্টের।
সম্প্রতি দেশটিতে রাজনৈতিক সঙ্কটের কারণে ৪ বার নির্বাচন অনুষ্ঠিত হয় সেদেশে। গতকাল রবিবার ১২০ আসনের পার্লামেন্টে ৬০ ভোটে জিতে আট দলের জোট সরকার পায় সরকার গড়ার অনুমোদন। এদিন ৭১ বছর বয়সী নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯টি ভোট। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তবে তাঁর দীর্ঘ শাসনকালে শাসকের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
এদিকে, নেতানিয়াহু সমর্থকদের বলেন, তিনি লিকুদ পার্টির প্রধান এবং বিরোধী নেতা হিসেবে থাকবেন। এ ছাড়া পরেরবারের নির্বাচনে হবেন প্রধানমন্ত্রী প্রার্থী।
তিনি বলেন, আজ ছুটির দিন। কিন্তু হলেও কী হবে প্রকৃত অর্থে আজ লাখও ইসরাইলির জন্য কঠিন একটি দিন যাচ্ছে। আমি আপনাদের বলব, হতাশ হবেন না। আমরা ফিরে আসব। আমরা একসঙ্গে কাজ করব। আমি আপনাদের এ ভয়ঙ্কর সরকারের হাত থেকে মুক্তি দেওয়ার লড়াই চালিয়ে যাব। সৃষ্টিকর্তার সহযোগিতায় এটা এত দ্রুত হয়ে যাবে, যা আপনাদের ভাবনারও বাইরে।
অন্য দিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ৪৯ বছরের বেনেট বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই দেশের উন্নতির কাজ করবে। আমরা গোটা ইসরায়েলের প্রতিনিধিত্ব করব।’’