নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডের শিকার বাসটি তানজিল পরিবহনের। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ আগুনের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
উল্লেখ্য, পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে-গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের যানবাহনের মধ্যে ১৯১টি যানবাহনে ভাঙচুর এবং ২৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ১৮টি স্থাপনায় ভাঙচুর এবং ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বমোট ৫১৯টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া গত সপ্তাহের বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:০২ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি