স্পোর্টস ডেস্ক/S.H:
ইসরায়েলকে খুব বেশি পছন্দ করে না রোনালদোরা, এই কথা সবার জানা। গতকাল বুধবার রাতে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলে হারিয়ে আবার সে কথা প্রমাণ করে দেয় পর্তুগালরা।
ইউরো লিগের জন্য প্রস্তুতিটা একটু ভালো ভাবেই নিতে চায় পর্তুগাল। প্রথম প্রস্তুতি ম্যাচে স্পেনের বিরুদ্ধে জয় না পেলেও ড্র করে ক্রিশ্চিয়ান রোনালদোর দল। আর সেই অপূর্ণতা গ্লানি মোচন করে ইসরায়েলের বিপক্ষে ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের লড়াই করে যায় পর্তুগালরা। তবে গোল আসে প্রথমার্ধের শেষের দিকে। ৪২ মিনিটে ইসরায়েলের জালে বল পাঠান ব্রুনো ফার্নান্দেজ। তার দু’মিনিট পরেও পর্তুগালের ক্যাপ্টেনকে পাস দেন ফার্নান্দেজ। সে বল গিয়ে থামে ইসরায়েলের জালে। বিরতির পরও নিজেদের দাপট ধরে রাখতে বিন্দু মাত্র ভুল করেননি রোনালদোরা। ৮৬ মিনিটে আবারও ইসরায়েলের জালে বল পাঠান পর্তুগাল দলের ক্যানসেলো। তার এই অসাধারণ গোলে ইসরায়েল দল একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে পর্তুগালের নিকট। আর অতিরিক্ত সময়ে আরও একটি গোল যোগ করে ফার্নান্দেজ। ৪-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়তে হয় ইসরায়েলকে।