ঋণের অর্থ ফেরত পাওয়ার কার্যক্রম জোরদারে আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আর যারা লিজিং প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ঋণ নিয়ে অন্য খাতে ব্যয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
দেশের অ-ব্যাংক আর্থিক খাতের ৩৬ টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান বৈঠকে অংশ নেন। তারা আর্থিক প্রতিষ্ঠান খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এসময় বলা হয়, বর্তমানে প্রায় ৭০ হাজার কোটি টাকা আমানত আছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপী ঋণ কমিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার
অর্থমন্ত্রী বলেন, ঋণগ্রহীতারা কোর্টে গিয়ে একটা রিট করে, তখন টাকা পেতে দেরি হয়। যেসব আইনি দুর্বলতা আছে সেগুলো আমরা দূর করবো।
তিনি বলেন, ব্যবসার জন্য টাকা নিয়ে অন্য কাজে ব্যয় করেছে। এগুলো আমরা দেখে ব্যবস্থা নেব।