অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে আজ সুপার সিক্সে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। যেখানে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বড় ব্যবধানে না জিতলে আসর থেকে ছিটকে যাবে লাল সবুজের প্রতিনিধিরা।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় সুপার সিক্সের এ ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। এই গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ অন্য তিন দলের মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড ও নেপালের।
বাংলাদেশকে সেমিতে পা রাখতে হলে পাকিস্তানকে শুধু হারালেই হবে না, একই সঙ্গে নেট রান রেটেও তাদের ছাড়িয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪। পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তানের দেওয়া লক্ষ্য টপকাতে হবে।
গ্রুপ পর্ব ও সুপার সিক্সের জয়ে রান রেটে এগিয়ে রয়েছে পাকিস্তান। আগের ম্যাচে নেপালের বিপক্ষে ১৬৯ রানের টার্গেট ২৫ দশমিক ২ ওভারে স্পর্শ করে রান রেট বাড়ালেও পাকিস্তানকে টপকে যেতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ– মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
পাকিস্তান একাদশ– শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম