অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের বাঁচা-মরার ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জুনিয়র টাইগারদের সামনে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
এমন ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে বোলিং করতে পাঠিয়েছে নেপাল। পূর্ণ ২ পয়েন্ট না পেলে বিশ্বকাপ সফরের ইতি ঘটে যাবে রাব্বি-রিজওয়ানদের। গ্রুপ ১-এ নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ভারত-পাকিস্তান। যে কারণে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ।
এদিকে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। পেসার রোহানাতদৌলা বর্ষণ এবং জিশান আলম একাদশে যুক্ত হয়েছেন। বাদ পড়েছেন রাফিউজ্জামান এবং আদিল বিন সিদ্দিক।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাতদৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
নেপাল একাদশ : দীপক বোহারা, অর্জুন কুমল, বিপিন রাওয়াল, আকাশ ত্রিপাঠী, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রাম, গুলসান ঝা, দীপক বোহারা, দীপেশ কান্দেল, সুভাষ ভান্ডারি, আকাশ চাঁদ ও দুর্গেশ গুপ্তা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ ১২৫ রান। দেব খানাল ৫৭ বলে ৩৪ রান এবং বিশাল বিক্রাম ৫৫ বলে ১৭ রানে ব্যাট করছেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম