স্পোর্টস ডেস্কঃ আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামেআইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৮৮ সালের প্রথম শিরোপা জয়ের পর এই আসরে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে আইসিসি যুব বিশ্বকাপের শেষ ১৩ আসরে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। তিন আসরে ছিল রানার্সআপ। গত আসরে বাংলাদেশের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও এই আসরে নিজেদের সেরা প্রমাণ করে আবারো উঠে এসেছে স্বপ্নের ফাইনালে। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন ভারতীয় যুবারা। আজ ফাইনালে ইংলিশদের বধ করতে পারলেই পঞ্চম শিরোপা উঠবে ইয়াস ধুলদের হাতে।
অন্যদিকে ইংল্যান্ড ১৯৮৮ সালের পর থেকে আর কোনো আসরে ফাইনালে আসতে পারেনি। দীর্ঘ ২৪ বছরের খরা কাটাতে মাঠে নামবে ইংলিশরা, আর পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন ভারতীয় যুবারা।