ডিবিএন ডেস্কঃ অধ্যাপক মোঃ আলী আশরাফ (এম.পি, কুমিল্লা-৭) সাবেক ডেপুটি স্পিকার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের (আইসিউ) তে চিকিৎসাধীন আছেন। গত কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে (আইসিউ) তে নেওয়া হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত কারনে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
গত ২ জুলাই তিনি পেটে ব্যথা অনুভব হওয়ার পর চিকিৎসকের পরামর্শে পিত্তথলীর পাথর অপারেশনের জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউ’তে স্থানান্তর করা হয় ৭৪ বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক নেতাকে।
অধ্যাপক আলী আশরাফ (এম.পির) ব্যক্তিগত সহকারী এবং ৯নং মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন ডিজিটাল বাংলা নিউজ এর সাথে আলাপকালে তিনি জানান, অধ্যাপক মোঃ আলী আশরাফ (এম.পি) এর শারিরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৭, চান্দিনা উপজেলার সর্বস্তরোর মানুষ তার সুস্থতা কামনা করে গত শুক্রবার মসজিদে মসজিদে নেতাকর্মীরা দোয়ার আয়োজন করেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭, আসনের সংসদ সদস্য এবং পাঁচবার তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি একাদশ সংসদের “সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।