ডিবিএন ডেস্কঃ অধ্যাপক মোঃ আলী আশরাফ এম.পি, চান্দিনা (কুমিল্লা-৭) সাবেক ডেপুটি স্পিকার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের (আইসিউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। গত কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে (আইসিউ) তে নেওয়া হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত কারনে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
আজ ৩০ জুলাই দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও তার স্বজনরা তার মৃত্যুর বিষয়টি ডিজিটাল বাংলা নিউজকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন তিনি। আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একাদশ সংসদের “সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক মোঃ আলী আশরাফ এম.পি’র মৃত্যুতে চান্দিনা এলাকাবাসী ও গুনগ্রাহীরা গভীর শোক প্রকাশ করেছেন।